Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়েও ধরা পড়ল ডেঙ্গু, প্রতিরোধে সতর্কতা গ্রহণের আহবান
ওয়েটুবরাক, ১১ নভেম্বর : ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নিতে জনসাধারণের প্রতি আবেদন জানানো হয়েছে। বাড়ির জলের ট্যাঙ্ক এবং পাত্র ভালোভাবে ঢেকে রাখতে বলা হয়েছে। কুলার ও এয়ার কন্ডিশনারের ভিতরের জল পরিষ্কার রাখতে এবং মশার প্রবেশ রোধ করতে ঘরের দরজা ও জানালায় তারের জাল লাগানোর আবেদন জানানো হয়েছে। ঘরের সমস্ত অব্যবহৃত পাত্র, নারকেলের মালা ইত্যাদি সঠিকভাবে নিষ্পত্তি করতে পরামর্শ দেওয়া হয়েছে৷ ব্যবহারের পর টয়লেটে সিট ঢেকে রাখতে বলা হয়েছে। মশার কামড় প্রতিরোধে মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। বিভাগ থেকে প্রচারিত আবেদনে কুলার, বালতি, ব্যারেল, ফুলের টব, ট্রে, নারিকেলের মালা ইত্যাদিতে এবং তার আশেপাশে জল যেন জমে না থাকে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। ভাঙা বাসনপত্র, অবহেলিত বোতল, পুরনো টায়ার এবং অন্যান্য অব্যবহৃত পাত্র ফেলে না রাখতে বলা হয়েছে। কারণ এই জিনিসগুলিতে মশা বংশবিস্তার করে।
কাছাড় জেলায় ডেঙ্গু প্রতিরোধে শুক্রবার প্রশাসনের উদ্যোগে শিলচরে জেলাশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক রোহন কুমার ঝা-র পৌরোহিত্যে সভায় জানানো হয়, জেলায় এখন পর্যন্ত একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। কাছাড় জেলার চিবিটাবিচিয়ার এই রোগী সম্প্রতি বেঙ্গালুরু ভ্রমণ করে জেলায় ফিরে এসে ডেঙ্গু রোগে আক্রান্ত হন। আক্রান্ত এই রোগীর এলাকায় ফগিং করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়। অনুরূপভাবে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট সব বিভাগকে আগাম প্রতিরোধ ব্যবস্থা নিতে শুক্রবার চিঠি পাঠানো হয়েছে।