Barak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশনের খসড়ায় আপত্তি পাঠাচ্ছে টি অ্যান্ড এক্স-টি পিপলস ফোরাম
ওয়েটুবরাক, ৭ জুলাই : বরাক উপত্যকার চা বাগান অধ্যুষিত আসনগুলো কমিয়ে দেওয়ার প্রস্তাব করায় ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি ডিলিমিটেশন খসড়ার প্রতিবাদ জানিয়েছে “আসাম টি অ্যান্ড এক্স-টি পিপলস ফোরাম”৷ সভাপতি শ্রী লক্ষ্মী নিবাস কালোয়ার বলেন, চা বাগান অঞ্চলের আসনগুলো যেমন কাটলিছড়া ও পাথারকান্দি কর্তন করা এবং দুল্লভছড়া তথা শিংলা উপত্যকায় তছনছ করে আঁকাবাঁকা সমষ্টি গঠন করে চা বাগানের প্রতিষ্ঠিত সমষ্টিগুলোকে ধ্বংস করার প্রয়াস এক বিপজ্জনক সংকেত। তাঁরা নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে এই খসড়া নিয়ে আপত্তি জানাবেন৷
কালোয়ার জানান, সুদূর অতীতকাল থেকে, প্রায় ২০০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ করে আসা এই বৃহত্তর সমাজ কোনও আন্দোলন বা হুলস্থুল না করে অতি নিম্ন পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদনমূলক নিস্তব্ধ বিপ্লব ঘটিয়ে আসছে । এমনকী এই সমাজ থেকে অনেকেই স্বাধীনতা সংগ্রামের অসহযোগ আন্দোলন তথা অন্যান্য সংগ্রামী কার্যসূচিতে অংশগ্রহণ করে কারাবাস এবং আত্মত্যাগ করেছেন । এদের জন্ম জন্মান্তরের ত্যাগ ও অবদানকে ভুলুুন্ঠিত করে বর্তমানের সীমা নির্ধারণ খসড়া অনা-উৎপাদনমূলক ও হিংসা লিপ্ত বড়োল্যান্ড এবং অন্যান্য এলাকাকে পুরস্কৃত করা হয়েছে । এ ধরনের নস্যাৎ মূলক প্রস্তাব বাতিল করে আগে থেকে চলে আসা চা জনগোষ্ঠীর জনবিন্যাস মতে বরাক উপত্যকায় ছয়টি সম্ভাব্য আসন চা জনগোষ্ঠীর জন্য সুনিশ্চিত করার জন্য ভারতের নির্বাচন কমিশন তথা আসাম সরকারের নিকট জোরালো দাবি জানান । সম্ভাব্য এই আসনগুলো হল কাটলিছড়া, রাতাবাড়ি, পাথারকান্দি, লক্ষীপুর, উধারবন্দ, ধলাই ও বড়খলা ।