NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাও বনধ প্রত্যাহার
ওয়েটুবরাক, ৪ অক্টোবরঃ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ৩৬ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধ ডেকেছিলেন ভেঙে দেওয়া জঙ্গি সংগঠন ডিএইচডির সদস্যরা। সোমবার বিকালে ডিএইচডি নেতা দিলীপ নুনিসা জানিয়েছেন, রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিজি (এসবি) এইচ নাথের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে প্রস্তাবিত বনধ তুলে নেওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ডিমাসা জঙ্গিদের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন নিয়ে আগামী ৮ অক্টোবর বৈঠক ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সেখানে আলোচনা হবে৷
প্রসঙ্গত, শান্তিচুক্তির পরই ডিএইচডি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু দিলীপ নুনিসা সোমবার যে বনধ প্রত্যাহারের যে বিবৃতি দিয়েছেন, সেখানে ডিমা হালাম দাউগার (ডিএইচডি)-র নাম ব্যবহার করেছেন।