NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাওয়ে সব পিআরসি জমা দিতে নির্দেশ, তৃণমূলের ক্ষোভ
ওয়েটুবরাক, ১২ জুন : ডিমা হাসাও জেলায় একটি নকল পিআরসি ধরা পড়তেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, এ পর্যন্ত যে সব পিআরসি ইস্যু হয়েছে, সবগুলি পরীক্ষা করে দেখা হবে৷ সেজন্য যার যার কাছে পিআরসি রয়েছে, সবাইকে আগামী ৯ জুলাইর মধ্যে পরিষদের রাজস্ব বিভাগে জমা দিতে বলা হয়েছে৷
পরিষদের রাজস্ব সচিব দেবানন্দ দাওলাগুপো জানান, ওই তারিখের মধ্যে যারা জমা করবেন না, তাঁদের পিআরসি বাতিল বলে গণ্য করা হবে৷ জমা দেওয়া পিআরসিগুলি ঠিকঠাক থাকলে পরে ফিরিয়ে দেওয়া হবে৷
পার্বত্য পরিষদের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস৷ আহবায়ক আচিং জেমি বলেন, নকল পিআরসি তৈরির কাজে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে৷ কিন্তু তা করতে গিয়ে সাধারণ জনতাকে হয়রানি করা চলবে না৷ কারণ গত মাসের বন্যা-ধসে অনেকের বাড়িঘর নষ্ট হয়েছে৷ অনেকের সমস্ত নথি সহ ঘরের যাবতীয় জিনিসপত্র জলের তোড়ে ভেসে গিয়েছে৷
তাঁর কথায়, যাদের হাতে নথি রয়েছে, তাঁরাও এত কম সময়ে জমা করতে পারবেন না৷ এ ছাড়া, মাধ্যমিকের ফল বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোবে৷ তখন ভর্তির সময় ছাত্র-ছাত্রীদের পিআরসির প্রয়োজন পড়বে৷ তাই রাজস্ব সচিবের ওই নির্দেশ বাতিলের আর্জি জানান তৃণমূলের নেতারা৷ তাঁদের দাবি, পিআরসি জালিয়াতি রোখার জন্য বারকোড, কিউআর কোড ইত্যাদি ব্যবহার করা হোক৷