India & World Updates
তিন পর্যায়ের ভোটে ৯০ কোম্পানি নিরাপত্তা রক্ষী মোতায়েন হচ্ছে আসামে : পুলিশ প্রধান90 companies of security forces to be deployed in Assam during Lok Sabha Election: DGP
১ এপ্রিলঃ আসামে এন আর সি-র কাজে আগেই যে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল, তা ঠিক রেখে রজ্যে তিনটি পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য ৯০ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। সোমবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান রাজ্যের পুলিশ প্রধান কুলধর শইকিয়া। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই রাজ্যে ৩৩ কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
পুলিশ প্রধান বলেন, কোনও ভীতি ছাড়া সাধারণ মানুষ যাতে প্রত্যেকে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। রাজ্যে বর্তমানে সিআরপিএফ ও সিএপিএফ বাহিনী রয়েছে। ইতিমধ্যে ৩৩ কোম্পানি অতিরিক্ত বাহিনী আসামে এসে পৌছেছে। সব মিলিয়ে রাজ্যে তিন পর্যায়ের ভোটে ৯০ কোম্পানি নিরাপত্তা বাহিনীকে কাজে লাগানো হবে।
তিনি আরও বলেন, রাজ্যের সবক’টি জেলায় এখন পুলিশ বিভাগে আলাদা সাইবার ক্রাইম সেল রয়েছে। এই সেলগুলো সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর রাখছে। তবে এ পর্যন্ত কোনও অভিযোগ আসেনি বলে তিনি এ দিন উল্লেখ করেন। তিনি এও জানান, উত্তর পূর্বের অন্য রাজ্যগুলোর পুলিশ প্রধানদের সঙ্গে তাঁর কথা হয়েছে, যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রশ্নে সীমান্তকে সুরক্ষিত রাখা যায়।