NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ডিমা হাসাওয়ে বিষাক্ত মাসরুম খেয়ে তিনজনের মৃত্যু

ওয়েটুবরাক, ১৯ এপ্রিল: বিষাক্ত মাসরুম খেয়ে ডিমা হাসাও জেলায় তিনজন মারা গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে হাফলং সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক মহিলার মৃত্যু ঘটে৷ দুপুরে মারা যানআরও এক যুবক৷ এর আগে রবিবার হাসপাতালে নিয়ে যাওয়ার মৃত্যু ঘটে মানিক কুর্মি নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির৷ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, আজ মারা গিয়েছেন সজুতা তামাং (৩২) ও সুরেন লামা (২২)।

গত ১৩ এপ্রিল ডিমা হাসাও জেলার উমরাংশু আট কিলো এলাকার তিন পরিবারের ৯ জন লোক জঙ্গল থেকে আনা মাসরুম রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় আমাশয়, বমি ও শরীরে জ্বালা-যন্ত্রণা। পরদিন সকালে এদের উমরাংশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ স্বাস্থ্যের অবনতি দেখে রবিবার বিকেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন।

প্রতিবছরই এভাবে ডিমা হাসাও জেলায় বিষাক্ত মাসরুম খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে৷ জঙ্গলে যে সব মাসরুম হয় এর কিছু বিষাক্তও থাকে। না চিনে সেগুলি এনে রান্না করে খাওয়ার পরই বিষক্রিয়া দেখা দেয়, ঘটে প্রাণহানি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker