NE UpdatesHappeningsBreaking News
ডিটকছড়ায় বাস দুর্ঘটনা, চাকরির পরীক্ষায় বসা হল না ত্রিপুরার দীপরাজের
ওয়েটুবরাক, ২ মে : তারা আগরতলা থেকে গুয়াহাটি যাচ্ছিলেন ব্যাঙ্কের চাকরির পরীক্ষা দিতে৷ মেঘালয়ের রাস্তার ওপর পাহাড় ধসে পড়ায় শিলচর-হাফলঙ সড়ক দিয়ে বাস নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চালক৷ ওই পথেই ঘটল অঘটন৷ বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রবল বৃষ্টিস্নাত পাহাড়ি পথে দুর্ঘটনায় পড়ে বাসগাড়িটি৷ ডিমা হাসাও জেলার ডিটকছড়ায় ঘটনাস্থলে এক চাকরিপ্রার্থীর মৃত্যু হয়৷ পুলিশ জানায়, মৃত দীপরাজ দেববর্মা ধলাই জেলার কমলপুর মহকুমার বাসিন্দা৷ ২৭ বছরের দীপরাজ সহ ওই বাসে বেশ কয়েকজন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে নিযুক্তির জন্য পরীক্ষা দিতে গুয়াহাটিতে যাচ্ছিলেন৷ তাদের মধ্যে গুরুতর জখম ছয়জনকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে৷ অন্য আহত যাত্রীদের হারাঙ্গাজাও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চালক পলাতক৷