Barak UpdatesHappeningsBreaking News

‘ডিজিটাল সাপ্লাই চেন’ : ১২ দিনের কর্মসূচি শিলচর এনআইটিতে

ওয়েটুবরাক, ১৭ অক্টোবর : সাপ্লাই চেনই একটি রাজ্য, দেশ বা অর্থনীতির মূল চালিকা শক্তি৷ অর্থ উপার্জনের সাপ্লাই চেন ঠিক না চললে বাজেট অর্থহীন, রাষ্ট্রের অর্থব্যবস্থা ভেঙে পড়বে৷ পণ্যের ক্ষেত্রে উৎপাদন ও আমদানির মাধ্যমে সাপ্লাই চেনটাকে ঠিকঠাক রাখা না গেলে তীব্র পণ্যসঙ্কট অনিবার্য৷ একই ভাবে তথ্যপ্রযুক্তির দুনিয়ায় ডিজিটাল সাপ্লাই চেনকে যে যতটা মজবুত করতে পারেন, তার অবস্থান তত দৃঢ়তর হয়, তার প্রতি অন্যের নির্ভরশীলতাও বাড়ে৷ ব্যক্তি, রাষ্ট্র এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য৷ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই শিলচর এনআইটি-তে চলছে ১২ দিনের এক ঝড়ো কর্মসূচি৷ ১০ অক্টোবর অনলাইনে এর সূচনা হয়৷ ১৫ অক্টোবর পর্যন্ত চলে ওই ভাবেই৷ সোমবার উদ্বোধন হয় অফলাইন আলোচনার৷ আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর এনআইটির ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায়৷ চলবে ২১ অক্টোবর পর্যন্ত৷

Rananuj

গোটা কর্মসূচির শীর্ষক হলো ‘সাপ্লাই চেন, অপটিমাইজেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’৷ মূল লক্ষ্য, এই বিষয়ে গবেষণা ও উন্নয়নকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞানের আদানপ্রদান৷ এটি আসলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এআইসিটিই ট্রেনিং অ্যান্ড লার্নিং (অটল)-এর অ্যাকাডেমি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম৷ প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পে এই কর্মসূচির আয়োজক শিলচর এনআইটির কম্প্যুটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট৷ দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পঞ্চাশজন প্রতিনিধি তাতে অংশ নিয়েছেন৷ বক্তৃতা করছেন আইআইটি, এনআইটি, ডিটিইউ এবং বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত বিশেষজ্ঞরা ৷ শুধু বক্তৃতাই নয়, রয়েছে হাতে-কলমে চর্চাও৷ কো-অর্ডিনেটররা হলেন এনআইটি শিলচরের কম্প্যুটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ড. মলয়া দত্ত বরা এবং ড. অনীশকুমার সাহা৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker