NE UpdatesHappeningsBreaking News
ডিএসপি পদে নিয়োগ হিমা দাসকে, সিদ্ধান্ত ক্যাবিনেটের
১১ ফেব্রুয়ারি : অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ পদে নিয়োগ পেলেন স্প্রিন্টার হিমা দাস। বুধবার রাতে কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সভাপতিত্বেে বৈঠক হয়। এই পদক্ষেপের প্রশংসা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
রাজ্য সরকারের মুখপাত্র তথা শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, রাজ্যের ক্রীড়া নীতিতে পরিবর্তন আনা হয়েছে। সফল ক্রীড়াবিদদের পুলিশ, এক্সাইজ, পরিবহন-সহ বিভিন্ন দফতরে ক্লাস ওয়ান ও ক্লাস টু অফিসার হিসেবে নিয়োগের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা। তিনি আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হিমা দাসকে অসম পুলিশে ডিএসপি পদমর্যাদার অফিসার হিসেবে নিয়োগ করা হবে। অলিম্পিক, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের প্রথম শ্রেণির আধিকারিক হিসাবে নিয়োগ করা হবে। উল্লেখ্য, দেশ-বিদেশে বহু পদকজয়ী হিমার সেরা নজির প্রথম ভারতীয় হিসেবে আইএএফ অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়। ২০১৯ সালেই তিনি পাঁচটি সোনা জেতেন।