Barak UpdatesHappeningsBreaking News

ডিএসএর গ্যালারিতে রূপমের সাফাই অভিযান

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-র সবকটি গ্যালারি সাফাই করল শিলচরের অগ্রণী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা রূপম৷ তাদের হীরক জয়ন্তী বর্ষের বছরভর কর্মসূচির অঙ্গ হিসাবেই এই কাজ করেন তাঁরা৷

Rananuj

নবীন-প্রবীণ, নারী-পুরুষ সবাই মিলে সুশৃঙ্খল ভাবে তাঁরা গ্যালারিগুলো থেকে সমস্ত জঞ্জাল কুড়িয়ে পরে গোটা তল্লাট ঝাড়ু দেন৷

তাঁদের এই কাজের ভূয়সী প্রশংসা করে জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন পক্ষ৷ রূপমের সম্পাদক নিখিল পাল বলেন, তাঁরা ডিএসএর অনুমোদিত সংস্থা৷ তাদের ষাট বছর ধরে এগিয়ে চলার পেছনে ডিএসএরও ভূমিকা রয়েছে৷ তাই হীরক জয়ন্তী বর্ষে ডিএসএ সাফাই করেন তাঁরা৷

নিখিলবাবু জানান, আগামীদিনেও তাঁরা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন৷ রূপমের পক্ষ থেকে মহালয়ার দিনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker