Barak UpdatesHappeningsBreaking News
ডা. দর্শনা পাটোয়া ও অপর্ণা সেনগুপ্তকে রোটারি পিঙ্কের ভোকেশনাল অ্যাওয়ার্ড
ওয়েটুবরাক, ৩১ জানুয়ারিঃ দর্শনা পাটোয়া চিকিৎসক, অপর্ণা সেনগুপ্ত নার্স। দুজনই নিজেদের পেশার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। মানুষের প্রযোজনের সময়ে পেশাগত দায়িত্ব পালনে পিছপা হন না। তাই তাঁদের রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের পক্ষ থেকে ভোকেশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। রবিবার ক্লাব সভাপতি জয়শ্রী করের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে ওই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। শংসাপত্রের সঙ্গে দেওয়া হয় স্মারক ও উপহার। এর আগে স্বাগত ভাষণ দেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর তথা স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডা. বিজয়লক্ষী দাস। তিনি ভোকেশনাল অ্যাওয়ার্ড সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করেন। বক্তব্য রাখেন সভাপতি জয়শ্রী করও।
ডা. দর্শনা পাটোয়া এবং অপর্ণা সেনগুপ্ত তাঁদের প্রতিক্রিয়ায় সন্তোষ ব্যক্ত করেন। দুজনই বলেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারলেই তাঁরা স্বস্তিবোধ করেন৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতা দত্ত৷ চন্দনা পুরকায়স্থ, দোপাটি পাল এবং মৌসুমী রায়ও উপস্থিত ছিলেন৷