Barak UpdatesHappeningsBreaking News
ডা. গোপালকে মেডিক্যালে আনার ফাইলে অনুমোদন চেয়ে সচিবের কাছে থাউজেন্ড সায়ন্তন
9 আগস্টঃ কোনও বেতন-ভাতার ব্যাপার নেই, তবু কার্ডিও সার্জারি বিশেষজ্ঞ রাকেশ পি গোপালকে শিলচর মেডিক্যাল কলেজে আনার ফাইলে অনুমোদন আদায় করা যাচ্ছে না। অথচ বিনা বেতনে মাসে অন্তত তিনদিন শিলচর মেডিক্যালে রোগী দেখা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য সম্মত রয়েছেন ডা. গোপাল।
গত বছরের বিজয়া দশমীর দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মেধাবী তরুণ সায়ন্তন চক্রবর্তী প্রাণ হারান। প্রতিবাদে হাজার সায়ন্তন রাস্তায় বেরিয়েছিলেন। গড়ে তোলেন থাউজেন্ড সায়ন্তন। তাঁরা শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের কমিশনার-সচিবের সঙ্গে সাক্ষাত করেন। দ্রুত ফাইলে অনুমোদনের জন্য আর্জি জানান।
অ্যাঞ্জিওপ্লাস্টি ও নিউরো সার্জিক্যাল চিকিতসা সেবা যেন দ্রুত শুরু করা যায়, সে জন্যও তাঁরা কমিশনার-সচিব অনুরাগ গোয়েলের কাছে স্মারকলিপি পেশ করেন। স্বাস্থ্যসচিব অনুরাগ জানান, তিনি সাধ্যমত চেষ্টা করবেন।