Barak UpdatesHappeningsBreaking News
ডা. অরুণ পালচৌধুরী সুস্থ হয়ে উঠছেন, উদ্বেগের কিছু নেই
২৪ জুলাইঃ বিশিষ্ট প্রসূতিরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অরুণ পালচৌধুরী সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডা. ভবতোষ রায় জানিয়েছেন, ”তাঁর শারীরিক সমস্যা মোটেও উদ্বেগের নয়। দুুপুরে মেডিক্যাল কলেজেই আচমকা মাথা ঘোরাচ্ছিল, প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলেন।”
তখনই হাসপাতালের এক সূত্রে জানা গিয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দুয়েকদিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবেন। ভবতোষবাবু আশ্বস্ত করেন, তেমন কোনও বিষয় নয়। ডা. পালচৌধুরী হৃদরোগে আক্রান্ত হননি৷ এখন বাড়িতে রয়েছেন। রাতেও ভবতোষবাবু খবর নিয়েছেন, তিনি অনেকটাই সুস্থ৷ তবে ডা. পালচৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সতর্কতামূলক তিনি শনিবার সিটি স্ক্যান করিয়ে নেবেন৷