NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে ‘ডায়নামিককিউআর’-এর মাধ্যমে ইউটিএস টিকিট প্রক্রিয়া শুরু
পাইলট প্রজেক্ট উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে
ওয়েটুবরাক, ২২ মার্চ : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে প্রথমবারের জন্য গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ডায়নামিককিউআর-এর মাধ্যমে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস)-এ ট্রেন টিকিট উৎপন্ন করা হয়েছে। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে দেশের সব গুলি জোনেই শুরু করা হচ্ছে এবং যাত্রীরা ইউটিএস-এর মাধ্যমে টিকিট সংগ্রহ করা সুবিধাজনক বলে বিবেচনা করেছেন। এটি হলো টিকিট বুকিং করার সময় তিনটি ‘সি’ তথা কনট্যাক্টলেস টিকেটিং (সংস্পর্শহীন টিকিট কাটা), ক্যাশলেস ট্র্যানজেকশন(নগদহীন লেনদেন) ও কাস্টমার কনভেনিয়েন্স (গ্রাহকসুবিধা) এবং অভিজ্ঞতা প্রচারের লক্ষ্যের সাথে ডিজিটাইজেশন উদ্যোগের একটি অংশ।
ডায়নামিক কিউআর-এর মাধ্যমে ইউটিএস টিকিট উৎপন্ন করার লক্ষ্য হলো, বর্তমানের ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (ভিপিএ)-এর মাধ্যমে ইউপিআই ব্যবহার করার কষ্টকর প্রক্রিয়াটি নির্মূল করা। এর আগে যাত্রীদের ভিপিএ অ্যাপ্লিকেশনে একটি লিংক উৎপন্ন করার জন্য কর্ত্যরত বুকিং ক্লার্কের সাথে নিজেদের ইউপিআই আইডি শেয়ার করতে হতো। এরপর, ভিপিএ অ্যাপ্লিকেশনে লিংকটি ব্যবহার করে যাত্রীরা টিকিটের টাকা পরিশোধ করতে সক্ষম হতেন। বুকিং সিস্টেমে পেমেন্ট নিশ্চিত হওয়ার পর যাত্রীদের জন্য টিকিট উৎপন্ন করা হতো।