Barak UpdatesHappeningsBreaking News

ডাক দিবসে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বদরপুর ইম্পেরিয়ালের ছাত্রীরা

ওয়েটুবরাক, ১০ অক্টোবর : গতকাল ৯ অক্টোবর ছিল বিশ্ব ডাক দিবস৷ আজ জাতীয় ডাক দিবস৷ এই সন্ধিক্ষণে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে পোস্টকার্ডে চিঠি লিখল বদরপুরের ইম্পেরিয়াল জুনিয়র কলেজ ফর গার্লস-এর ২৬ পড়ুয়া৷ স্কুল পরিচালন সমিতির উপদেষ্টা সেলিম খান জানান, ডাক ব্যবস্থা সম্পর্কে তাদের আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগ্রহ থেকেই ছাত্রীরা এ ব্যাপারে নানা কথা জানতে চেয়েছে৷

Rananuj

আজকাল চিঠি লেখা উঠেই গিয়েছে৷ ছাত্রীদের অনেকে এই প্রথম পোস্টকার্ড হাতে নিয়েছে৷ এর মধ্যে একেবারে প্রধানমন্ত্রীকে লেখা! তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে চিঠি! এ এক অন্য রকম অনুভুতি বলেই জানায় ছাত্রীরা৷
পোস্টকার্ডে চিঠি লেখা উঠেই গিয়েছে এখন৷ ছাত্রীদের পোস্টকার্ডে চিঠি লিখতে দেখে শিক্ষকরাও নস্টালজিক হয়ে পড়েন৷ ডাক বিভাগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর এই পদক্ষেপকে স্বাগত জানান বদরপুরের পোস্টমাস্টার শংকর দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker