Barak UpdatesHappeningsBreaking News
ডঃ দেবাশিস সেনগুপ্ত ফেডকুটা-র সহ-সভাপতি পদে পুনর্নির্বাচিত
ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা (আউটা)-র সভাপতি ডঃ দেবাশিস সেনগুপ্ত আবারও ফেডারেশন অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ফেডকুটা)-র সহ-সভাপতি পদে র্নির্বাচিত হয়েছেন।
ডঃ সেনগুপ্ত আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আউটার সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বে শিক্ষকসমাজের একাধিক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্যাম্পাসে পর্যাপ্ত পানীয়জল, স্যানিটেশন এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ এবং সময়মতো পদোন্নতি, বেতন কাঠামোর উন্নতি এবং পেনশন-সহ অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করা।
ফেডকুটার সহ-সভাপতি হিসেবেও তিনি জাতীয় স্তরে শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য একাধিক নীতি-আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। এবার দ্বিতীয় দায়িত্বকাল সময়েও শিক্ষকদের অধিকার সুরক্ষা ও শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করার জন্য তিনি কাজ করে যাবেন বলে আশাবাদী আউটা-র কর্মকর্তারা।