Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে মানবসেবায় বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী
করিমগঞ্জ ১৭ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাধারাকে সামনে রেখে মানবসেবা অব্যাহত রাখল বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্য্যস্থান। কিছুদিন আগে শহরের সেটেলমেন্ট লিঙ্ক রোডের বাসিন্দা ধ্রুবজ্যোতি বণিকের বাড়িতে অগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। রবিবার কেন্দ্রের এক প্রতিনিধি দল বণিকের বাড়ি গিয়ে শীতবস্ত্র, বাসনকোসন সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তাঁর হাতে তুলে দেয়।
এ দিনের প্রতিনিধি দলে ছিলেন মৃণালকান্তি দত্ত, জয়শ্রী চক্রবর্তী, নিখিল দাস, বিষ্ণুপদ নাগ, অরূপ রায়, পার্থ দাস ,দেবজ্যোতি দাস, সৌরভ চক্রবর্তী, রাখি দাস, অন্নপূর্ণা দেব প্রমুখ৷