NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ঠাঁই নেই জেলে, ‘অবৈধ স্বামী’দের রাখা হবে নেট্রিপে

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি : পাঁচদিন পরও বাল্যবিবাহ মামলায় পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে৷ ‘অবৈধ স্বামী’ ও তাদের বিয়েতে জড়িতদের ধরে আদালতের নির্দেশে জেলে পাঠানো হচ্ছে৷ তাতে জেলগুলিতে স্থানাভাব দেখা দিয়েছে৷ তাই স্থানে স্থানে গড়ে তোলা হচ্ছে অস্থায়ী কারাগার৷ গোয়ালপাড়ার মাটিয়ায় এশিয়ার বৃহত্তম ডিটেনশন সেন্টার নির্মাণ করা হয়েছে৷ কিছুদিন আগেই সেখানে প্রথম ঘোষিত বিদেশিদের একটি দলকে নিয়ে রাখা হয়৷ সোমবার সিদ্ধান্ত হয়েছে, ডিটেনশন সেন্টারের একাংশকে অস্থায়ী জেল হিসাবে ব্যবহার করা হবে৷ এর পরই সোমবার কামরূপ, ধুবড়ি সহ বিভিন্ন জেলার অতিরিক্ত বন্দিদের সেখানে পাঠানো হয়৷
শিলচরেও নেট্রিপ সেন্টারে একটি অস্থায়ী কারাগার তৈরি করা হচ্ছে৷ প্রয়োজনে  পরে একটি স্টেডিয়ামকেও অস্থায়ী জেল করা হতে পারে৷
বাল্যবিবাহ মামলায় ধৃতদের বিভিন্ন জেলা থেকে গোয়ালপাড়ার মাটিয়া স্থিত ডিটেনশন সেন্টারে নিয়ে রাখায় এর বাইরে মানুষের ভিড় বেড়ে গিয়েছে৷ তাদের আত্মীয়-পরিজনরা সেন্টারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন৷ অনেকে বাল্যবিবাহ মামলায় গ্রেফতার ও গোয়ালপাড়ার মাটিয়ায় নিয়ে তাদের রাখার বিরুদ্ধে সরব হয়েছেন৷ একাংশের অভিযোগ, তাদের ঘরের মানুষকে ধরে আনা হলেও কোথায় রাখা হয়েছে, জানতে পারছেন না৷ কেউ কোনও কথা বলারই সুযোগ দেন না৷ গ্রেফতার করলেও আদালতে ফাইল না পাঠানোয় জামিনের আবেদন করতে পারছেন না বলে অভিযোগ একাংশের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker