India & World UpdatesHappenings
ট্রেনে চড়ে দেশবাড়ি গেলেন রাষ্ট্রপতি কোবিন্দ
২৭ জুন : একেবারে সাধারণ নাগরিকের মতো ট্রেনে চেপে নিজের দেশের বাড়িতে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিশেষ ট্রেনে দিল্লি থেকে কানপুর সফর করেন তিনি। নিজের দেশবাড়ি উত্তরপ্রদেশের কানপুরের কাছে পারাউনখে যাওয়ার জন্য এই বিশেষ ট্রেনে ভ্রমণ করেন ‘দেশের প্রথম নাগরিক।
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, গত ১৫ বছরের মধ্যে এটাই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপতির ট্রেন সফর। এই বিশেষ ট্রেনের সঙ্গে যুক্ত ভারতীয় রেলওয়ে কর্মীরা খুবই উচ্ছ্বসিত রাষ্ট্রপতির সফরে নিজেদের অবদান রাখতে পেরে। তাঁদের গর্বের এই অভিজ্ঞতাকে ‘ওয়ান্স ইন এ লাইফটাইম’ বলে বর্ণনা করেছেন কর্মীরা। রাষ্ট্রপতির এই সফরে সঙ্গী ছিলেন তাঁর পত্নী দেশের’ফার্স্ট লেডি’ সবিতা কোবিন্দও।
বিশেষ ট্রেনটির লোকো পাইলট সঞ্জয়কুমার সিং এই ঘটনাটিকে উল্লেখ করেছেন ‘গর্বের মুহূর্ত’ হিসেবে। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতির এই ট্রেন সফর দেশের বহু নাগরিককে ট্রেনে ভ্রমণের বিষয়ে উদ্বুদ্ধ করবে। ট্রেনটির কো-পাইলট অনিল কুমার দীক্ষিত বলেছেন, তিনি যতগুলি ট্রেন তাঁর কর্মজীবনে চালিয়েছেন, তার মধ্যে এটি তাঁকে সব থেকে খুশি করেছে।