Barak UpdatesHappeningsBreaking News
ট্রাফিক নিয়ম মানতে সচেতনতা অভিযানে লায়ন্স-লিও শিলচর গ্রেটার
ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর : শিলচরের ট্রাফিক পুলিশদের সহযোগিতায় লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং তাদের যুব শাখা লিও ক্লাব অফ শিলচর গ্রেটার আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সচেতনতা অভিযানে নামল। প্রশাসনের তৈরি করা শিলচর শহরের পূজার দিনগুলির জন্য পরিকল্পিত নিয়ম-কানুন ও সড়কগুলি সম্পর্কে নানা তথ্য সংবলিত লিফলেট পথচলতি জনগণের হাতে তুলে দেন ক্লাব সদস্যরা। গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর তাঁরা সে সম্পর্কে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথাও বলেছেন৷
দেবদূত পয়েন্ট, নাজিরপট্টি, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, ন্যাশনেল হাইওয়ে এলাকার ছোট-বড় যান চালক সহ অন্যান্য সাধারণ জনগণকে ট্রাফিক নিয়ম মেনে পুজোর দিনগুলিকে সুন্দর করার আহ্বান জানান।
সাধারণ জনগণ এবং ট্রাফিক পুলিশ কর্মকর্তারা শিলচর গ্রেটারের সদস্যদের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন। সচেতনতামূলক অভিযানে ক্লাবের পক্ষে অংশ নেন সব্যসাচী রুদ্র গুপ্ত, অনুপ দত্ত, দেবরাজ ধর, লাকি দাস, আনন্দ ঘোষ, কিশলয় ভট্টাচার্য, ঝুমুর দত্ত, সৌম্যজ্যোতি ভট্টাচার্য, শুভ চক্রবর্তী, শুভজিত দাস, মৃনাঙ্ক সাহা ও তাহমিনা আক্তার।