NE UpdatesHappeningsBreaking News
ট্রাংকুলাইজ করে বাঘ ধরল কাজিরঙ্গার বিশেষজ্ঞ দল
গুয়াহাটি, ২৭ ডিসেম্বর : বন বিভাগের লাগাতর প্রচেষ্টার পর শেষমেশ ট্রাংকুলাইজ করে আটক করা সম্ভব হয়েছে যোরহাটের চটাইয়ে ত্রাস সৃষ্টিকারী নেকড়ে বাঘটিকে। গত কয়েকদিন থেকে এই বাঘটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। কাজিরঙ্গা থেকে আসা বন বিভাগের একটি বিশেষ দল বাঘটিকে ট্রাংকুলাইজ করে। এই বাঘটি মোট ১৭ জন লোককে আক্রমণ করেছিল। ইতিমধ্যে বাঘটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন বনকর্মীরা। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। টিয়কের চটাই বর্ষারণ্য গবেষণা প্রতিষ্ঠান এলাকায় বাঘটি বেরিয়েছিল। বাঘের আক্রমণে আহতদের যোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।