NE UpdatesHappeningsBreaking News
টাটা টি-কে আলফার হুমকি
ওয়েটুবরাক, ৯ এপ্রিল: চা সংস্থাকে হুমকি দিল তাদের সদর ও প্রশাসনিক দফতর অসমে স্থানান্তরিত করতে হবে। কাজে নিয়োগ করতে হবে শুধুই ভূমিপুত্রদের। নইলে অসমে তাদের সমস্ত বাগানে কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে। আলফা স্বাধীন বিবৃতি পাঠিয়ে জানিয়েছে, অ্যামালগামেটেড প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডের অধীনস্থ বাগানগুলিতে মালিকপক্ষ ঔপনিবেশিক ধাঁচে বাগান চালাচ্ছে। তাদের সদর দফতর ও অন্যান্য সব প্রশাসনিক দফতর অসমের বাইরে। সেখানে অসমিয়াদের কাজ মেলে না। এমনকী তাদের পিআরও-ও অসম বসেন না। তাতেই আলফার এমন নির্দেশ৷ ওইসব নির্দেশ মানা না হলে যে অসমে তাদের আর কাজ করতে দেওয়া হবে না, কর্মীদেরও অসমের মধ্যে ঘুরতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে আলফা-স্বাধীন৷ প্রসঙ্গত, টাটা টি-ই এখন অ্যামালগামেটেড প্ল্যানটেসন্স। সেখানে টাটার শেয়ার ৪০ শতাংশের বেশি।