India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকছেন কুকি চিন শরণার্থীরা
ওয়েটুবরাক, ২২ নভেম্বর : বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ফের শরণার্থীর স্রোত দেখা দিয়েছে মিজোরামে। রবিবার থেকে ৩০০-র বেশি কুকি-চিন শরণার্থী বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে মিজোরামে ঢুকেছে। মিজোরামের লংটলাই জেলার বনডুকবাংসোরা গ্রামে এইসব শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সামরিক অভিযানের পরে তারা চেহখিয়াং এবং আশপাশের গ্রাম থেকে পালিয়ে যান। তাদের মধ্যে মহিলা-শিশুদের সংখ্যা কম নয়৷ এই শরণার্থীর বোঝাটা ঠিক কতটা বাড়বে, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে মায়ানমারে সামরিক অভ্যুত্থানের পরে ২০২১-এর ফেব্রুয়ারিতে মিজোরামে কমপক্ষে ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।
গত বুধবার থেকে চট্টগ্রাম পার্বত্য এলাকায় আরাকান আর্মি বিদ্রোহী এবং বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব যুগ্মভাবে অভিযান চালায়। এর জেরে সেখানকার কুকি-চিন সম্প্রদায়ের লোকজন গ্রাম ছেড়ে পালাচ্ছেন। অন্যদিকে, জঙ্গিরা কমপক্ষে ৯ গ্রামবাসীকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে।
জো রিইউনিফিকেশন অর্গানাইজেশনের অভিযোগ, বাংলাদেশের র্যাব এবং ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সের ইনটেলিজেন্স আরাকান আর্মি বিদ্রোহীদের সঙ্গে গোপন চুক্তি করেছে। তারপরেই সেখানকার কুকি-চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় এই সম্প্রদায়ের সুরক্ষায় আলাদা রাজ্যের দাবিতে কুকি-চিন-মিজোদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছিল।