India & World UpdatesAnalyticsBreaking News
ঝাড়ুর হ্যান্ডেলে কি মহিলাদের কথা লেখা থাকে? মোদির কাছে গৃহকর্ত্রী
৩১ জুলাই : ঝাড়ুর হ্যান্ডেলে কি লেখা থাকে, তা শুধু মহিলারাই চালাবেন? ওয়াশিং মেশিন ও গ্যাস স্টোভের সুইচেও কি এমন কিছু লেখা থাকে? তাহলে কেন বেশিরভাগ পুরুষ ঘরের কাজে হাত লাগাতে চান না? কমবেশি প্রায় প্রত্যেক ঘরের সঙ্গে যুক্ত এইসব প্রশ্ন সেই অনলাইন আবেদনের অংশ, যা করোনা পরিস্থিতিতে ঘর ও রান্নার কাজে হঠাত করেই বেড়ে যাওয়া মহিলাদের কাজকর্ম নিয়ে দায়ের করা হয়েছে। এই আবেদন মুম্বইয়ের বাসিন্দা সুবর্ণা ঘোষ দায়ের করেছেন। এতে কম করেও ৭১ হাজারের বেশি লোক নিজের স্বাক্ষর করেছেন। ঘোষ চাইছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর যে কোনও সম্বোধনে এ সম্পর্কে কিছু বলেন। এই সমস্যার কোনও উপায় বাতলে দেন, এবং পুরুষদের বলেন, তাঁরা যাতে ঘরের কাজে নিজেদের দায়িত্বের কথাটা বোঝেন।
মূলত লকডাউনের সময়ে সুবর্ণার ওপর ঘর ও অফিসের কাজকর্মের প্রবল চাপ পড়ে। এই আবেদনটি তাঁর অনুভবের ওপর ভিত্তি করেই রয়েছে। এ কথা তাঁর নিজের ঘরের গল্প হতে পারে, কিন্তু তা মূলত প্রতিটি ঘরেরই কাহিনী। প্রায় প্রতিটি ঘরের মহিলারা নিত্যদিন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ঘরের কাজকর্মের দায়িত্ব শুধুমাত্র মহিলাদের ওপরই বর্তায়। খাবার তৈরি করা, ঘর পরিস্কার-পরিচ্ছন্ন করা, কাপড় ধোওয়া, বিছানা ঠিকঠাক করা সবকিছুরই দায়িত্ব নিতে হয় মহিলাদের। উল্লেখ্য, সুবর্ণা ঘোষ একটি চ্যারিটি সংস্থাও চালান। তবে তাঁর স্বামী ব্যাঙ্কে কাজ করেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী মোদিকে সম্বোধন করে হিন্দিতে একটি কবিতাও লেখেন।