NE UpdatesHappeningsBreaking News
“আমি বাঙালি”, মেঘালয়ে গিয়ে জোর দিয়েই বললেন মমতা
ওয়েটুবরাক, ১৪ ডিসেম্বর :”আমি বাঙালি৷ বাঙালি বলে আমায় আসতে দেওয়া হবে না ! আমি বারবার মেঘালয়ে আসব৷ রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুও তো বাঙালি ছিলেন৷ তাই বলে তাঁদের ছাড়া ভারতবর্ষকে ভাবা যায়!” শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত কর্মী সম্মেলনে মঙ্গলবার এইভাবেই বক্তৃতা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কংগ্রেস বাঙালিদের দল, এ কথা মানতে রাজি নন তিনি৷ বরং মাদার টেরেজার উদাহরণ টেনে বলেন, তিনি তো কলকাতায় থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন৷ তিনি কি বাঙালি ছিলেন? তাঁর দাবি, তৃণমূল ভারতের সমস্ত জনগোষ্ঠীর দল৷ এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই৷ বেশ জোরের সঙ্গে উল্লেখ করেন পিএ সাংমার সঙ্গে তাঁর সখ্যের কথা৷ পাশাপাশি বলেন, মেঘালয়ের মেঘ দেখতে তাঁর খুব ভালো লাগে৷ তাই বলে কালো মেঘ নয়৷ তিনি চান একটা সুন্দর আকাশ৷
মেঘালয়ে এসে অসমের বনরক্ষীদের গুলিতে নিহত পরিবারগুলির পাশেও দাঁড়ালেন মমতা। নিহতদের পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে শিলঙে মিলিত হন তিনি। তাঁদের হাতে তুলে দেন পাঁচ লক্ষ টাকার চেক। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, মেঘালয়ের দলীয় পর্যবেক্ষক ডা: মানস ভুঁইয়া, মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা, রাজ্য তৃণমূল সভাপতি চার্লস পাইনরোপে এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সে দিন মেঘালয় সংস্কৃতির সঙ্গে জড়িত সেখানকার ঢোল বাজান মমতা।