NE UpdatesHappeningsBreaking News

জেহাদিযোগে গোয়ালপাড়ায় দুই ইমাম গ্রেফতার

ওয়েটুবরাক, ২২ আগস্ট : গোয়ালপাড়া জেলায় দুই ইমামকে আলকায়দা ও আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা হলো আব্দুস সুবহান ও জালালউদ্দিন শেখ৷ সুবহান  তিনকোণীয়া শান্তিপুর মসজিদের এবং জালালউদ্দিন মাটিয়ার টিলাপাড়া নতুন মসজিদের ইমাম৷

Rananuj

পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি জানান, সন্ত্রাসবাদীদের সঙ্গে তাদের সম্পর্কের কথা গত মাসেই তাঁরা জানতে পারেন৷ আব্বাস আলি নামে এক জেহাদি ধরা পড়ে পুলিশি জেরায় তাদের কথা জানিয়েছিল৷ তখন থেকেই তাঁরা দুই ইমামের ওপর নজর রাখছিলেন৷

শনিবার রাতে দুই ইমামের ঘরে তল্লাশি চালিয়ে  বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করে পুলিশ৷ এর মধ্যে ছিল আলকায়েদা এবং জেহাদিদের নানা কাগজপত্র এবং বইও৷ বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল, সিমকার্ড এবং পরিচয় পত্র৷

পুলিশ সুপার রেড্ডি জানান, আব্দুস ও জালাল  আনসারুল্লা বাংলা টিমের বরপেটা ও মরিগাঁও মডেলে জড়িত ছিল৷ এলাকার যুবকদের ডেকে জেহাদির পাঠ দিচ্ছিল৷ বাংলাদেশে পালিয়ে বেড়ানো সন্ত্রাসবাদীদের এখানে থাকার ব্যবস্থা করছিল৷ তদন্তে নেমে তাঁরা আরও জানতে পেরেছেন, ২০১৯ সালের ডিসেম্বরে সুন্দরপুর টিলাপাড়া মসজিদে এই দুই ইমামের উদ্যোগে এক ধর্মসভার আয়োজন করা হয়েছিল৷ তাতে আলকায়দায় জড়িত অনেকে আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker