Barak UpdatesHappeningsBreaking News

জেলা কমিটিতে একজনও বাঙালি হিন্দু নেই, অগপর শিলচর কার্যালয়ে উত্তেজনা

ওয়েটুবরাক, ৭ জুন: অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটি পুনর্গঠিত হয়েছে৷ করিমগঞ্জ-হাইলাকান্দির মতো কাছাড় জেলাতেও মুসলমান নেতা কবীর আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে৷ এ নিয়েই কর্মীদের বড় অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়৷ পরে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হলে আগুনে ঘৃতাহুতি পড়ে৷ অভিযোগ, নতুন জেলা কমিটিতে বাঙালি হিন্দু একজনও নেই৷ তাই দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল ডেকা কাছাড় সফরে এলে অগপর বহু কর্মী শিলচর অফিসে ছুটে যান৷

Rananuj

বিকাল পাঁচটায় শিলচর অফিসে তাঁর বৈঠক করার কথা ছিল৷ কিন্তু সুনীলবাবু অফিসে যাননি৷ বৈঠক স্থগিত বলে মোবাইলে জানিয়ে দেন নতুন জেলা সভাপতি৷ কর্মীদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে৷ তারা এই সবের পেছনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহের হাত রয়েছে বলে অভিযোগ করেন৷ অফিসগেটে থাকা বিমলবাবুর কাটআউট খুলে ভেঙে আগুন ধরিয়ে দেন৷ দীর্ঘ সময় ধরে স্লোগান৷ অভিযোগ করেন, সংগঠনের পুরনো কর্মীরা দলে গুরুত্ব পাচ্ছেন না৷ নতুন মানুষই পদাধিকারী হচ্ছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker