India & World UpdatesHappeningsBreaking News
জুলাইয়ের মাঝামাঝি থেকে দৈনিক এক কোটি টিকাদান ভারতে
ওয়েটুবরাক, ১ জুনঃ জুলাইয়ের মাঝামাঝি থেকে কোভিড প্রতিষেধক প্রদান ক্ষিপ্রতা পাবে। এমনই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সে সময় দৈনিক এক কোটি টিকা দেওয়ার লক্ষ তাদের। মন্ত্রকের আশা, সে সময় কোভিশিল্ড এবং কোভ্যাকসিন উতপাদন ব্যাপক হারে হবে। হবে স্পুতনিক-ভিও। ন্যাশনাল কোভিড টাস্ক ফোর্স চেয়ারম্যান এনকে অরোরা জানিয়েছেন, জুলাইয়ে দেশে ২০ কোটি টিকা উতপাদন হবে। কোভিশিল্ড ১০ কোটি, কোভ্যাকসিন সাড়ে ৭ কোটি এবং আড়াই কোটি স্পুতনিক-ভি। আগস্টে তা বেড়ে হবে ২৫ কোটি।