Barak UpdatesHappeningsBreaking News
জীবনশৈলীতে পরিবর্তন আনলে ক্যান্সার থেকে সেরে ওঠা যায়, বললেন ডা. রেড্ডি
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর : দূরারোগ্য নয়, ক্যান্সার থেকেও বাঁচা সম্ভব। জীবনশৈলীতে পরিবর্তন আনলে এই রোগ থেকে সেরে উঠা যায়। এমনকি চিকিৎসকেরও প্রয়োজন হয় না। একথা বলেছেন হায়দরাবাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শঙ্কর রেড্ডি।
রবিবার সন্ধ্যায় করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে আয়োজিত এক সচেতনতা সভায় তিনি বক্তৃতা করেন। বলেন, মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের মাত্রা বেশি। লজ্জায় অনেকে চিকিৎসা না করানোর ফলে প্রাথমিক স্তরে রোগটি ধরা পড়ে না। মহিলারা নিজেরাই ক্যান্সার হয়েছে কি না সেটা বুঝতে পারেন। ডাঃ রেড্ডি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত উপস্থাপন করেন। ক্যান্সার থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন।
সভায় বক্তব্য রাখেন কিওর প্লাস ক্লিনিকের কর্মকর্তা প্রবীণ বর্ধনও। তিনি জানান, ক্যান্সার ঈশ্বর প্রদত্ত রোগ নয়, মানুষ নিজেরাই এই রোগের জন্মদাতা। ভারতবর্ষের মত উন্নয়নশীল দেশে ক্যান্সার রোগের প্রভাব বেশি। তাই সংকীর্ণতার ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে এই রোগ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। সচেতনতা সভায় মিশনের সচিব স্বামী প্রভাসানন্দ মহারাজ এমন উদ্যোগকে সাধুবাদ জানান। প্রায় দুশোজন পুরুষ-মহিলা এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন।