NE UpdatesAnalytics
ইম্ফল-শিলঙের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরুDirect flights to now operate between Imphal & Shillong
৪ আগস্ট : উত্তর পূর্বের দুই রাজ্যের রাজধানীর মধ্যে এ বার সরাসরি বিমান পরিষেবা শুরু হচ্ছে। আকাশপথে যুক্ত হচ্ছে মেঘালয়ের রাজধানী শিলং ও মণিপুরের রাজধানী ইম্ফল। কেন্দ্র সরকারের উড়ান প্রকল্পের আওতায় এই দুটি রাজধানী শহর বিমানে যুক্ত হবে।
কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই রুটটি চালু হলে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এলাকায় বিমান সংযোগ স্থাপনে কেন্দ্র সরকারের উদ্দেশ্য পূরণ হবে। তাছাড়া এই রুটে বিমান চালু হলে যাত্রীরা ৬০ থেকে ৭৫ মিনিটের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়া আসা করতে পারবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগে ইম্ফল থেকে শিলঙে যেতে পুরো দিন বা তার বেশি সময় লেগে যেত। মণিপুর ও মেঘালয়ের রাজধানী শহরের মধ্যে বিমান যোগাযোগ এ অঞ্চলের মানুষের এক দীর্ঘদিনের দাবি ছিল। এ বার সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।