Barak UpdatesHappeningsBreaking News
জীবনদীপ বৃদ্ধাশ্রমে চক্ষু পরীক্ষা ও চিকিৎসায় লায়ন্স শিলচর গ্রেটার
ওয়েটুবরাক, ৭ মার্চ : শিলচর ফকিরটিলার জীবনদীপ বৃদ্ধাশ্রমের বয়োজ্যেষ্ঠ সদস্যদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসার উদ্যোগ নেয় লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার। শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ৪ মার্চ বৃদ্ধাশ্রম প্রাঙ্গণেই ১৯ জন বৃদ্ধের চোখের পরীক্ষা ও চিকিৎসা করেন শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মণিদীপ চক্রবর্তী। এর মধ্যে ৭ জনের চোখে ছানি শনাক্তকরণ করা হয়। তাদের খুব শীঘ্রই লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার সূত্রে জানা গিয়েছে।
তাছাড়া আরও কয়েকজন রোগীর অন্যান্য চিকিৎসাও ক্লাবের তরফে করানো হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। উল্লেখ্য, এক বছর আগেও জীবনদীপ বৃদ্ধাশ্রমের সদস্যদের চক্ষু পরীক্ষা করিয়ে ১৪ জনের চোখের ছানির অপারেশন করানো হয়েছিল। লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের পক্ষ থেকে সবসময়ই এই বৃদ্ধাশ্রমের সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন ক্লাব সদস্যরা। এতে তারা আত্মসন্তুষ্টি লাভ করেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
এদিন জীবনদীপ বৃদ্ধাশ্রমের চিকিৎসা শিবিরে ক্লাবের পক্ষে সক্রিয় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আনন্দ ঘোষ ও ক্লাব সম্পাদিকা লাকি দাস। ছিলেন লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩২২-জির রিজিয়ন চেয়ারপার্সন সব্যসাচী রুদ্র গুপ্ত ও জোন চেয়ারপার্সন অনুপ দত্ত। শিবিরে উপস্থিত থেকে সহযোগিতা করেন জীবনদীপ বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের হয়ে সুরভিতা দত্ত ও নিবেদিতা বর্মণ। ক্লাবের পক্ষ থেকে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল ও জীবনদীপ বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে সংবর্ধনা জানানো হয়।