Barak UpdatesHappeningsBreaking News
জিসি কলেজে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সচেতনতা প্রকল্পে বক্তৃতানুষ্ঠান

ওয়েটুবরাক, ২৪ মার্চ : সোমবার সকাল এগারোটায় গুরুচরণ কলেজের কনফারেন্স হলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং সচেতনতা প্রকল্পে এক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকের ভূমিকায় ছিল রাজ্য সরকারের সৈনিক উন্নয়ন সঞ্চালকালয়, জেলা প্রশাসন এবং গুরুচরণ কলেজ। অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে অবগত করানোর পাশাপাশি সেনাবাহিনীতে যোগদান করা তথা ক্যারিয়ার বানানোর পক্ষে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে সবিস্তারে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসেবে ছিলেন জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিসার তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল টিএইচ কুঞ্জলাল সিংহ। উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অপ্রতিম নাগ, আইকিউএসির সমন্বয়ক ডঃ দেবাশিস শর্মা, অনুষ্ঠানের সমন্বয়ক ডঃ স্বরূপা ভট্টাচার্য, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সুভাষ দেবনাথ সহ প্রচুর ছাত্রছাত্রী। জেলা প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন শ্যাম কিশোর সিনহা, জাকির হোসেন, মঈনুল ইসলাম চৌধুরী এবং ব্রজেশ্বর সিংহ। ডঃ দেবাশিস শর্মার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রসঙ্গত, অসমের রাজ্যপালের পরামর্শে এই রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সচেতনতা প্রকল্প গ্রহণ করা হয়েছে।