Barak UpdatesHappeningsBreaking News
জিসি কলেজে ব্রেস্ট ও সার্ভিকেল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শিবির
ওয়েটুবরাক, ৮ নভেম্বর: গত বৃহস্পতিবার, গুরুচরণ কলেজের কনফারেন্স হলে জাতীয় ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে কলেজের আইকিউএসি, দ্য লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস ও শিলচর ক্যানসার সেন্টারের সম্মিলিত উদ্যোগে ব্রেস্ট ও সার্ভিকেল ক্যান্সার প্রতিরোধে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ ড. বিভাস দেবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ক্যানসার কেয়ার ফাউন্ডেশনের রেডিয়েশন অঙ্কলজিস্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ফুলকুমারী তালুকদার, দ্য লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস এর প্রেসিডেন্ট তথা গুরুচরণ কলেজের প্রাক্তনী ড. ইন্দ্রানী ভট্টাচার্য, দ্য লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস-এর সম্পাদক শম্পা দেবরায় ধর, কলেজের উপাধ্যক্ষ ড. গোপা সিংহ ও কলেজের আইকিউএসির সমন্বয়ক ড. অপ্রতিম নাগ। এই সচেতনতা শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল ব্রেস্ট ও সার্ভিকেল ক্যান্সার প্রতিরোধে ক্যানসার রোগের পূর্ব শনাক্তকরণ সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের বরণের পর স্বাগত বক্তব্য প্রদান করেন ড.অপ্রতিম নাগ। কলেজ অধ্যক্ষ ড.বিভাস দেব জাতীয় ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এই সচেতনতা শিবিরের ভূয়সী প্রশংসা করে বলেন, ক্যানসার এক মারাত্মক ব্যাধি । সেজন্য এই রোগ প্রতিরোধ করার জন্য জনগণের মধ্যে ক্যানসারের সচেতনতামূলক জ্ঞানের প্রসার করা একান্ত প্রয়োজন। কলেজ উপাধ্যক্ষ ড. গোপা সিংহ নারীদের জীবনে ব্রেস্ট ও সার্ভিকেল ক্যান্সারের ভয়াবহতা সম্বন্ধে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। ড. ইন্দ্রানী ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন যে, ক্যানসার রোগ প্রতিরোধে যুব প্রজন্ম যদি সচেতন হয়ে ওঠে তাহলে ভবিষ্যতে ক্যানসার রোগের প্রকোপ কমবে। সেজন্য এ ধরনের সচেতনতা শিবির আয়োজন করা আবশ্যক বলে মত প্রকাশ করেন। সম্মানিত অতিথি তথা বিষয় বিশেষজ্ঞ ডা ফুলকুমারী তালুকদার ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিকেল ক্যান্সারের শনাক্তকরণ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য ভিত্তিক আলোচনা করেন এবং সবার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সামিল হন। এদিন লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস সম্পাদক শম্পা দেবরায় ধরের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. দীপরাজ চক্রবর্তী। অনুষ্ঠানে কলেজের সব অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন।