Barak UpdatesHappeningsBreaking News
জিপি সদস্য নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : কৌশিক
ওয়েটুবরাক, ৬ জানুয়ারি: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সর্বস্তরে প্রার্থী দেবে। তবে জিপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রতীক থাকবে না। তাঁদের লড়তে হবে নির্দল প্রার্থী হিসেবে। আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের সদস্য নির্বাচনে অবশ্য দলীয় প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতায় নামবে শাসক দল। রবিবার বিষয়টি স্পষ্ট ভাবে ঘোষণা করেন বরাক উপত্যকা উন্নয়ন এবং খাদ্য ও গণবণ্টন দফতরের মন্ত্রী কৌশিক রাই। তিনি শিলচরে দলের জেলা সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন সভাপতি রূপম সাহাকে প্রশংসায় ভাসান। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফলের জন্য এখন থেকেই ঝাঁপাতে পরামর্শ দেন।