Barak UpdatesHappeningsBreaking News
জিগ্নেশের মুক্তির দাবিতে করিমগঞ্জে কংগ্রেসের ধরনা
ওয়েটুবরাক, ২৮ এপ্রিল : দলিত নেতা, গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেবানিকে মুক্তির দাবিতে করিমগঞ্জও আন্দোলনমুখর৷ আজ বৃহস্পতিবার ধরনায় বসলেন কংগ্রেসিরা৷ জেলা কংগ্রেসের নতুন সভাপতি রজত রায়ের নেতৃত্বে সকালেই ধরনা শুরু হয়৷ ছিলেন মহিলারাও ৷ তাঁরা জিগ্নেশের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলাকে মিথ্যা, বানানো বলে মন্তব্য করেন৷ রাজ্য পুলিশকে দোষারোপ করে রজত রায় বলেন, পুলিশ এখন বিজেপির ক্রীড়নকে পরিণত হয়েছে৷ শাসক দলের নির্দেশেই মিথ্যা মামলায় বারবার জিগ্নেশকে গ্রেফতার করা হচ্ছে৷ ভিন রাজ্যের এক বিধায়কের সঙ্গে এই ধরনের আচরণ অমানবিক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি তাপস পুরকায়স্থ৷
বুধবারই করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রজত রায়৷ দায়িত্ব নিয়েই জিগ্নেশের মুক্তির দাবিতে আন্দোলনে নামলেন৷