India & World UpdatesHappeningsBreaking News

মিহির কর পুরকায়স্থের আড়াই লক্ষ লুটে নিল সাইবার অপরাধীরা
Cyber fraud: 2.49 lakh siphoned from SBI account of retd man in Silchar

প্রবীণ নাগরিক মঞ্চ প্রতিবাদে সরব, পাঠাচ্ছেন চিঠি

ওয়েটুবরাক, ২২ জুন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আজীবন সঞ্চিত অর্থে একের পর এক থাবা বসিয়ে চলেছে সাইবার অপরাধীরা৷ সেভিংস অ্যাকাউন্ট তো বটেই, রেহাই পাচ্ছে না টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিটও৷  এ ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ৷ তাঁরা সাইবার অপরাধীদের নেটওয়ার্ক দেখে বিস্মিত৷ প্রবীণ নাগরিকদের টাকা খোয়া যাওয়া নিয়ে মঞ্চ সরব হতেই এরা সংগঠনের চেয়ারম্যান মিহির কর পুরকায়স্থের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৪৯ হাজার টাকা গায়েব করে দেয়৷ গত ১৯ জুন তাঁর স্টেট ব্যাঙ্কের নিউ শিলচর ব্রাঞ্চে থাকা অ্যাকাউন্ট থেকে ওই টাকা তুলে নেয় সাইবার দুষ্কৃতীরা৷ পরে মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপকুমার দে-কে ফোন করে তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চায়৷ টিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. দে অবশ্য কোনও তথ্য দেননি৷

স্টেট ব্যাঙ্কের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ অফিসারদের কাছে চিঠি পাঠিয়ে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ একের পর এক টাকা খোয়া যাওয়ার ব্যাপারে তদন্ত দাবি করেছে৷ তাঁরা বলেন, স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মত বড় ব্যাঙ্কগুলিও গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখতে পারছে না৷ তাহলে প্রধানমন্ত্রীর ইলেকট্রনিক ট্রান্সফার স্কিম নিয়ে কথা বলা বা প্রচার করাই যে অর্থহীন হয়ে গেল! মঞ্চের চিঠিতে বিস্ময় প্রকাশ করা হয়েছে, ব্যাঙ্কগুলি সাইবার অপরাধীদের না ধরতে পারছে, না খোয়া যাওয়া টাকা ফিরিয়ে আনতে পারছে৷ মঞ্চ এ ব্যাপারে সাইবার এক্সপার্ট ও পুলিশ দিয়ে গোটা বিষয়টির তদন্ত করানোর দাবি জানিয়েছে, যাতে লুট হওয়া টাকা ফিরিয়ে আনা যায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker