Barak UpdatesAnalyticsBreaking News
জানিগঞ্জের পুজোয় এ বার আকর্ষণ সমুদ্র মন্থন
ওয়ে টু বরাক, ১০ নভেম্বর ঃ কালীপুজোতে শহরের জানিগঞ্জ এলাকা প্রতি বছরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। কারণ মণ্ডপ সজ্জায় যেমন নতুনত্ব থাকে, তেমনি রংবেরঙ আলোর রোশনাই দেখতে গেলে সবাইকে যেতেই হবে জানিগঞ্জে। এ বছর জানিগঞ্জ কালীপূজা কমিটি ৫৩ বছরে পা দিয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতা মেনে এ বারও চমক তৈরি করতে চলেছে জানিগঞ্জ।
শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে জানিগঞ্জ পুজো কমিটির কর্মকর্তারা জানালেন, একটি কাল্পনিক মন্দির তৈরি করে মণ্ডপ সাজানো হবে। সঙ্গে অবশ্যই থাকবে প্রতি বছরের মতো লাইট ও সাউন্ড এফেক্টের এক নয়নাভিরাম দৃশ্য। সমুদ্র মন্থনের পর যে অমৃত উদ্ধার হয়েছিল, তা অসুরদের বাদ দিয়ে কীভাবে স্বর্গের দেবতারা গ্রহণ করেছিলেন এবং সমুদ্র থেকে উত্থিত বিষপান করে কীভাবে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন, তা আলো ও শব্দের সমন্বয়ে অভিনয় করে দেখানো হবে। এই আকর্ষণীয় নাটিকা উপস্থাপন করতে কলকাতা ও ত্রিপুরার শিল্পীরা এখানে আসবেন।
সমাজসেবা ও সামাজিক কাজের অঙ্গ হিসেবে জানিগঞ্জ কালীপূজা কমিটি এ বারও মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের সম্মান জানাবে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।