Barak UpdatesHappeningsBreaking News
জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাচ্ছে কাছাড়ের শিশুবিজ্ঞানীর প্রকল্প
ওয়েটুবরাক, ১২ নভেম্বর : ৩১তম রাজ্য শিশুবিজ্ঞান সমারোহ গত ৮ থেকে ১১ নভেম্বর হাফলঙে অনুষ্ঠিত হয়। শনিবার সেখানে জাতীয় স্তরের জন্য ২৬টি প্রকল্প নির্বাচিত হয়। তার মধ্যে কাছাড়ের একটি প্রকল্প নির্বাচিত হয়েছে। কাছাড়ের শিশুবিজ্ঞানীরা হলো মহর্ষি বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণীর ছাত্র অধ্যয়ণ বণিক এবং তার প্রকল্পের সহযোগী শ্রেষ্ঠাংশু শর্মা ৷ গাইড টিচার ছিলেন খুশবু কুমারী।
ডিমা হাসাও জেলার হাফলঙে রাজ্য পর্যায়ে আসামের বিভিন্ন জেলা থেকে আগত ২৬০টি প্রকল্প উপস্থাপন হয়। তার মধ্যে ২৬টি প্রকল্প নির্বাচিত হয় জাতীয় স্তরে অংশগ্রহণ করার জন্য। কাছাড়ের অধ্যয়ণ বণিকের প্রকল্পও কৃতিত্বের সঙ্গে নির্বাচিত হয়েছে। তার
প্রকল্পটির নাম “এন ইনোভেটিভ ওয়ে টু প্রিপেয়ার ইউজেবল্ থিংস বাই ওয়াটার হ্যায়াসিন্ত্ আইকর্নিয়া ক্রেসিপেস্ এন্ড ইটস্ সোসিয়াল ইম্পেক্ট।”
কাছাড় জেলার শিশু বিজ্ঞান সমারোহের সভাপতি ড. বিভাস দেব, সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশনের সভাপতি প্রদীপ কুমার বণিক ও সম্পাদক বিভূতি ভূষণ নাথ, কার্যকরী সভাপতি রাগীব হোসেন চৌধুরী এবং জেলা সমন্বয়ক পল্লব কান্তি দে, একাডেমিক চেয়ারম্যান ড. অপ্রতিম নাগ, একাডেমিক ভাইস চেয়ারম্যান ড. অভিজিৎ নাথ, একাডেমিক কো-অর্ডিনেটর সৈকতেন্দু দেবরায় ও সহ একাডেমি কো-অর্ডিনেটর অরিন্দম রায় এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন । রাজ্য সমারোহের রাজ্য সাংগঠনিক সম্পাদক অনিল পালও কাছাড়ের শিশুবিজ্ঞানীকে বিশেষভাবে অভিনন্দিত করেন৷
উল্লেখ্য, সাইন্স ট্রায়াল অর্গানাইজেশন রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহে আসাম রাজ্য সাংগঠনিক কমিটির সহযোগী সংগঠক। এক প্রেস বার্তায় কাছাড় জেলার, রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহের প্রচার সচিব চম্পক সাহা এ খবর জানিয়েছেন।।