India & World UpdatesHappeningsBreaking News
জাতপাত, পরিবারতন্ত্র ও স্বজনপোষণেই এতকাল এগোতে পারেনি দেশ, হায়দরাবাদে বললেন হিমন্ত
ওয়েটুবরাক, ৪ জুলাই : হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের ফাঁকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জাতপাত, পরিবারতন্ত্র ও স্বজনপোষণের বিরুদ্ধে সরব হলেন৷ অমিত শাহ তাঁর রাজনৈতিক প্রস্তাবে এই বিষয়েই গুরুত্ব দিয়েছেন, তা জানাতে গিয়ে হিমন্ত বারবার বলেন, এই সব কারণেই কংগ্রেস আমলে দেশ প্রত্যাশিত মাত্রায় এগোতে পারেনি৷ তবে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর উন্নয়নকেই ইস্যু করায় দেশ এগোচ্ছে৷ এখন কাজ করা এবং এর মাধ্যমে উন্নয়নেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷
কংগ্রেস আমলের পাশাপাশি তিনি বর্তমান অবিজেপি রাজ্য সরকারগুলিরও সমালোচনা করেন৷ হিমন্ত বলেন, এরা সবাই মোদিফোবিয়ায় ভুগছে৷