Barak UpdatesHappeningsBreaking News
জল নিষ্কাশনের জন্য দুই-তিনদিনের মধ্যে উচ্ছেদ অভিযানে নামবে কাছাড় জেলা প্রশাসন
ওয়েটুবরাক, 20 সেপ্টেম্বরঃ শহরের নালা-নর্দমার জল বেরিয়ে যাওয়ার পথে নানা জায়গায় প্রতিবন্ধকতা। তাই একটু বৃষ্টিতেই আবার বন্যার উপক্রম হয়। এই অবস্থার নিরসনে জেলাশাসক রোহনকুমার ঝার দাওয়াই, খালগুলিকে অবরোধমুক্ত করতে হবে, শহরের জল যাতে বিনা বাধায় বেরিয়ে যেতে পারে। তবে তাঁর কাছে খুশির কথা, অনেকে নিজে থেকে রাঙিরখালের জবরদখল ছেড়ে দিচ্ছেন। ঘরদোর ভেঙে নিরাপদে সরিয়ে নিচ্ছেন। জেলাশাসকের কথায়, কিন্তু এখনও অনেকে অন্তিম সময়ের অপেক্ষায়। তিনি তাঁদের সতর্ক করে দেন, দুই-তিনদিনের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হবে। কোনও জবরদখল চলবে না।
তাঁর কথায়, পুজোর আগে শহরকে সাজিয়ে তোলার কাজ চলছে। জায়গায় জায়গায় ভাঙা রাস্তায় প্যাঁচওয়ার্ক হচ্ছে। বিদ্যুতের ব্যাপারেও নিশ্চিত করা হয়েছে। তবে তিনি জঞ্জাল সাফাই নিয়ে সমস্যায় রয়েছেন, স্বীকার করে নেন। এই কাজে তিনি বিভিন্ন এনজিও-র সহযোগিতা চান। বলেন, এক ওয়ার্ডে এক এনজিওকে দায়িত্ব দিতে পারলে সুফল মিলত। কিন্তু সেই ভাবে এনজিও পাওয়া যাচ্ছে না। তিনি আগ্রহী এনজিওগুলিকে দ্রুত যোগাযোগ করতে বলেন।
জেলাশাসক রোহনকুমার ঝা পুজো কমিটিগুলিকে নিয়মনীতি মেনে পুজো আয়োজনের অনুরোধ করেন। বলেন, মণ্ডপসজ্জা বা পুজোর কোনও কাজে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করা চলবে না। মণ্ডপে প্রবেশ-প্রস্থানের জন্য পৃথক গেট তৈরি করতে হবে। মণ্ডপচত্বর সাফসুতরো রাখতে হবে। করোনা যে একেবারে নির্মূল হয়ে যায়নি তিনি স্মরণ করিয়ে দেন।