Barak UpdatesHappeningsBreaking News
জল কমছে বরাকে
ওয়ে টু বরাক, ৩১ মে :গত ৬ ঘণ্টা স্থিতাবস্থায় থাকার পর কমতে শুরু করেছে বরাকের জল। শুক্রবার সকালে শিলচর অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর ১ সেমি কমেছে। এ দিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে নদীর জলস্তর ১ সেমি কমে দাড়িয়েছে ২১.৫৩ মিটার। এরপর সকাল ৯টায়ও নদীর জল আরও ১ সেমি কমে যায়। বর্তমানে অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর ২১.৫২ মিটার।
অন্যদিকে, আজ সকাল থেকে মেঘ কাটিয়ে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় শিলচরবাসীর মনে আশার সঞ্চার হয়েছে। নদীর অবস্থা দেখতে অনেকেই ভিড় জমান অন্নপূর্ণাঘাটে। তবে পাহাড়ে বৃষ্টি না হলে বিকেল নাগাদ জল অনেকটাই কমবে বলে আশা।