Barak UpdatesHappeningsBreaking News
জলের তোড়ে ভেঙে পড়ল মন্দিরদিঘির পাড়ের দেওয়াল
ওয়ে টু বরাক, ২৯ মে : এক রাতের বৃষ্টিতেই জমা জলের তোড়ে ভেঙে পড়ল বিলপার মন্দিরদিঘির পাড়ের দেওয়াল। রেমালের তাণ্ডবে রাতভর বৃষ্টিতে শহরের অন্যান্য এলাকার মতো বিলপার এলাকাকেও ঘিরে ধরে জমা জল। নিকাশী ব্যবস্থা না থাকায় এলাকার প্রায় প্রতিটি সড়কের উপর দিয়েই প্রবল স্রোতে জল বইতে থাকে। আর এই জলের তোড়েই ভেঙে পড়ে মন্দিরদিঘির পাড়ের দেওয়াল। তবে এই ঘটনায় কেউ অবশ্য জখম হননি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার মানুষের চেষ্টায় ঐতিহ্যবাহী মন্দিরদিঘির পাড় সংরক্ষণ করতে দেওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু নিকাশী ব্যবস্থা একেবারেই না থাকায় জলের চাপে দেওয়ালের একটি বিরাট অংশ ভেঙে পড়ে।
এ দিকে, পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে মোড় না নেয়, সেজন্য স্থানীয় যুবকেরা এই রাস্তাটি বন্ধ করে রাখেন। পথচারীদের খুব সাবধানে এই এলাকায় চলাচল করতেও পরামর্শ দিয়েছেন তারা।