India & World UpdatesHappeningsBreaking News
জলপাইগুড়ি থেকে ছুটল মিতালি এক্সপ্রেস, জুড়ল ভারত-বাংলা
ওয়েটুবরাক, ২ জুন : ৫৭ বছর পর উত্তরবঙ্গ-বাংলাদেশ রেল যোগাযোগের নবদিগন্ত উন্মোচিত হলো। চালু হল মিতালি এক্সপ্রেস। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম বুধবার সকালে এ ট্রেনের উদ্বোধন করেন। নয়াদিল্লি থেকে স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ‘ফ্ল্যাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী। বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম গত শনিবার দিল্লিতে পৌঁছান। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর আর এক ট্রেন মিতালী এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে।
মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছেড়ে হলদিবাড়ি, চিলাহাটি, পার্বতীপুর হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটির দূরত্ব ৭১ কিলোমিটার। চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের দূরত্ব ৪৫৩ কিলোমিটার। এ দূরত্বে চলতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা। আনুষ্ঠানিক সূচনার আগে তার ট্রায়াল রান হয় সোমবার । এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মিতালী এক্সপ্রেস চালানো হয়।
গত বছরের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির দরুন ট্রেনটি এতদিন স্বাভাবিক যাত্রা শুরু করতে পারেনি৷
নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে প্রতি বুধবার ও রবিবার। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার। নিউ জলপাইগুড়ি থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছাড়বে মিতালি এক্সপ্রেস। ঢাকা পৌঁছবে রাত সাড়ে ১০টায়। ১০ ঘণ্টায় ৫১৩ কিলোমিটার পথ অতিক্রম করবে মিতালী এক্সপ্রেস।