Barak UpdatesHappeningsBreaking News
জয়িতা ভট্টাচার্য স্মরণে শিলচরে সভা
ওয়েটুবরাক, ২৫ এপ্রিল: নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন ড. জয়িতা ভট্টাচার্যের অকালপ্রয়াণে আজ রবিবার শিলচর অম্বিকাপট্টির শ্রীকৃষ্ণ ভোজনালয়ে এক শোকসভার আয়োজন করা হয়। তাতে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি অশোককুমার দেব৷
কার্যকরী সভাপতি জয়দীপ চক্রবর্তী, সহ-সভাপতি রাজদীপ দেবরায়, সাধারণ সম্পাদক দিলু দাস ও যুগ্ম সাংস্কৃতিক সম্পাদিকা সুতপা কর তাঁদের বক্তব্যে জয়িতাদেবীর সামাজিক ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন । তাঁরা স্মরণ করেন, জয়িতা ভট্টাচার্য সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত তো ছিলেনই, সঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞ হিসেবেও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় সুনামের সহিত কাজ করেছেন।
তাঁর অকালমৃত্যুতে তাঁদের সংগঠনের বিশাল ক্ষতি হয়েছে এবং সহজে তা পূর্ণ হওয়া কঠিন বলে বক্তারা মত ব্যক্ত করেন। উপস্থিত সবাই সংগঠনের চেয়ারপার্সনের দায়িত্ব নিয়ে সংগঠনের পাশে থাকতে ড. সুবিমল ভট্টাচার্যের প্রতি বিশেষ আর্জি জানিয়েছেন। সাইবার বিশেষজ্ঞ ড. সুবিমল ভট্টাচার্য জয়িতাদেবীর স্বামী৷ তিনিও বর্তমানে অসুস্থ। সভায় তাঁরও দ্রুত আরোগ্য কামনা করা হয়৷
এছাড়া, এই সভায় নেতাজি ছাত্র যুব সংস্থার সদ্যপ্রয়াত চেয়ারপার্সনের স্মৃতিতে আগামী ৩০ এপ্রিল দুর্গাপল্লী এলাকার শিশুদের মধ্যে খাদ্যদ্রব্য ও পড়াশোনার সামগ্রী বিতরণ করা হবে বলে সাধারণ সম্পাদক দিলু দাস জানিয়েছেন । সভায় এক মিনিট নীরবতা পালন করে প্রয়াতার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়।