Barak UpdatesHappeningsBreaking News
জয়পুরের ঘটনায় দশজনকেই গ্রেফতার
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : জয়পুরে ছেলেধরা সন্দেহে মারপিট ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যে দশজনকে থানায় তুলে আনা হয়েছিল, সবাইকে গ্রেফতার করা হয়েছে৷ প্রাথমিক তদন্ত এবং তাদের কথাবার্তায় পুলিশের কাছে তাদেরই মূল অভিযুক্ত বলে মনে হয়েছে৷ এর মধ্যে দুজন নাবালকও রয়েছে৷
প্রসঙ্গত, বুধবার জয়পুরে সাহিন আহমেদের গাড়ির পিছু নেয় একদল মোটর সাইকেল বাহী যুবক৷ তারা অন্যদেরও মোবাইলে জানিয়ে দেয়, ছেলেধরা ধরতে সবাই যাতে গাড়িটিকে আটকায়৷ দলে দলে মানুষ রাস্তায় বেরিয়ে গাড়িটিকে আটকায়৷ জেনে না জেনে শুরু হয় মারপিট৷ অর্ধমৃত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করায়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷