NE UpdatesHappeningsBreaking News

জমি দিলে করিমগঞ্জে নতুন সরকারি কলেজ হবে, বললেন হিমন্ত

১ সেপ্টেম্বর: করিমগঞ্জ জেলায় সরকারি জমির তীব্র সঙ্কট৷ কোনও প্রকল্প মঞ্জুরির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, শহরে জমি কোথায়? এই অবস্থায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে করিমগঞ্জ শহরের জন্য একটি সরকারি কলেজ দাবি করেন৷ শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এককথায় তাঁর দাবি পূরণে রাজি হয়ে যান৷ তিনি বলেন, বিধায়ক জমির ব্যবস্থা করে দিতে পারলে একটা কলেজ তৈরিতে সমস্যা হবে না৷

করিমগঞ্জে সরকারি জমির যে বড় অভাব, সে কথা উল্লেখ করে মন্ত্রী শর্মা বলেন, জমির জন্য তো মেডিক্যাল কলেজের নির্মাণকাজও আটকে রয়েছে৷ তাঁর পরামর্শ, করিমগঞ্জের সমস্ত অফিস একছাতায় তলায় নিয়ে আসুন৷ অর্থাৎ ইন্টিগ্রেটেড কমপ্লেক্স করে দিন৷ সে ক্ষেত্রে কিছু দালানবাড়ি ফাঁকা হবে৷ সেগুলিতে উন্নয়নমূলক প্রকল্পের কাজ হতে পারবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker