NE UpdatesHappeningsBreaking News

জমি কেনাবেচায় দালালরাজ চলবে না, সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

২ অক্টোবর থেকে মিশন বসুন্ধরা, কাজ হবে ৭ দিনে

ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : জমি কেনাবেচার দালালদের ডেকে গামোছা পরিয়ে বিদায় দিতে  বললেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ মঙ্গলবার তিনি জমি কেনাবেচা সংশ্লিষ্ট অতিরিক্ত জেলাশাসক, সার্কল অফিসার এবং সেটেলমেন্ট অফিসারদের সঙ্গে গুয়াহাটিতে এক বৈঠকে মিলিত হন৷ সেখানে তিনি কড়াভাষায় সতর্ক করে দেন, এই কাজে দালালরাজ চলবে না৷ তাঁর সরকার মিশন বসুন্ধরা নামে নতুন এক প্রকল্প চালু করতে চলেছে৷ সেখানে কাগজপত্র ভেরিফিকেশনের প্রক্রিয়া সহজতর করা হয়েছে৷ তাই তাঁর নির্দেশ, সাতদিনের মধ্যে জমি রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে৷

Rananuj

আগামী ২ অক্টোবর থেকে মিশন বসুন্ধরা রাজ্যে কার্যকর হবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমির রেকর্ড অনলাইনে আপডেট করা, জমির মালিকানা পরিবর্তন ইত্যাদি ১০টি পরিষেবা এই প্রকল্পে পাওয়া যাবে৷ ২০২৩ সালের মধ্যে তাঁর সরকার রাজ্যের জমির রেকর্ড সম্পূর্ণ ডিজিটাইজ করতে চাইছে বলে সংশ্লিষ্ট অফিসারদের জানিয়ে দেন হিমন্ত৷ এর পর মানুষকে আর জমি সংক্রান্ত কাজের জন্য সার্কল অফিসে যেতে হবে না৷ কমবে ভোগান্তি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker