Barak UpdatesHappeningsBreaking News
জন্মদিনে ‘এরা আমাদের’ সংস্থাকে একমাসের রেশন
ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বরঃ জন্মদিন উপলক্ষে হই-হুল্লোড়, বন্ধুদের নিয়ে পার্টি ও-সব তাঁর একেবারেই পছন্দ নয়। শৈশবে তবু ঘরে কেক কাটা, মায়ের পায়েস-মিষ্টিতে জন্মদিন উদযাপন হতো। বড় হতেই এমন দিনে কাকে সাহায্য করা যায়, তা খুঁজতে থাকেন ঋতুপর্ণা দে। পেশায় ক্যামিকেল ইঞ্জিনিয়ার। শিলচরের উল্লাসকর দত্ত সরণীতে বাড়ি হলেও কর্মসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। করোনার সুবাদে এখন অবশ্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ চলছে। তাই এই সময়ে রয়েছেন শিলচরেই। কয়দিন ধরেই খুঁজে বেড়াচ্ছিলেন, কাদের সাহায্য করা যায়, যাতে জন্মদিনের বিশেষ কর্মসূচিটা প্রকৃত অর্থে সার্থক হয়ে ওঠে। শেষে বেছে নিলেন শিলচর দাস কলোনির ‘এরা আমাদের’ সংস্থাকে।
শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের নিয়ে এই সংগঠন অনেকদিন ধরে কাজ করে চলেছে। নিজেদের আবাসনে তাদের রেখে মানসিক বিকাশের চেষ্টা করেন, শেখান লেখাপড়া-আদবকায়দা। তাদের একমাসের রেশন বাবদ ঋতুপর্ণা সোমবার পৌঁছে দিলেন পঞ্চাশ কেজি, পঞ্চাশ কেজি আলু,পাঁচ লিটার তেল, বেশ কিছু মশলা, বিস্কুট, চকলেট ইত্যাদি। বাবা জ্যোতিরিন্দ্র দে নিজে পৌঁছে দেন ‘এরা আমাদের’ সংস্থায়। তাদের পরিচালন সমিতির সদস্যা বাসবদত্তা সাহা এ ভাবে জন্মদিন পালনের পরিকল্পনার জন্য ঋতুপর্ণাকে ধন্যবাদ-কৃতজ্ঞতা প্রকাশ করেন।