Barak UpdatesHappeningsBreaking News
জনগণনা সমীক্ষায় হিন্দিভাষীদের মাতৃভাষা হিন্দিই লেখাতে আহ্বান
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল: মাতৃভাষা স্বাভিমান জাগরণ সমিতি বরাক উপত্যকার কেন্দ্রীয় কমিটির এক শিলচরের কাঠাল রোডে অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জনগণনা বিষয়ে আলোচনা হয়।
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আসন্ন জনগণনাতে সকল হিন্দিভাষীদের মাতৃভাষা হিন্দি লিখতে প্রতিটি ঘরে ঘরে জনসচেতনতা চালানো হবে ।এর আগে আগামী দশদিনের মধ্যেই পুরো বরাক উপত্যকার সমস্ত ব্লকে কমিটি গঠন করা হবে৷ এপ্রিল মাসের মধ্যে সমস্ত গ্রাম, বাগান-বস্তি এলাকায় স্থানীয় কমিটি গঠন করা হবে। সমস্ত কমিটিগুলির মাধ্যমে গ্রামে জনগণনা সহায়ক নিযুক্ত করা হবে । এদিন সভায় বক্তারা বলেন, আসামের সরকারি ভাষা অসমিয়া, বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা৷ আমরা উভয় ভাষাকেই শ্রদ্ধা করি৷ কোনও ভাষার সঙ্গে আমাদের বিরোধিতা নেই। কিন্তু সংবিধানের প্রদত্ত মাতৃভাষার মৌলিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে জাগ্রত থাকতে হবে । প্রত্যেকের নিজের মাতৃভাষা লিখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন কমিটির নির্বাহী সভাপতি দিলীপ কুমার, পরামর্শদাতা আচার্য আনন্দ শাস্ত্রী, সাধারণ সম্পাদক রাজেন কুওর সহ চন্দ্রমা প্রসাদ কৈরি, রামনারায়ণ নুনিয়া, গণেশ লাল ছত্রি, সুভাষ চৌহান, দিলীপ সিং, শ্যামসুন্দর রবিদাস, অমরনাথ প্রজাপতি, জয়প্রকাশ গুপ্তা, চন্দ্রশেখর গোয়ালা, রিতেশ নুনিয়া, চন্দ্রভান গোয়ালা, হরে কৃষ্ণ নুনিয়া প্রমুখ।