India & World UpdatesBreaking News
জঙ্গি সেজে পুলিশের কব্জায় ২ যুবক
৩০ মে : মুম্বইয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই জঙ্গি। মুম্বইয়ের ভাসাই এলাকা থেকে তাদের পাকড়াও করে পুলিশ। কিন্ত ধরা পড়ার পর থেকেই ওই দু’জন ক্রমাগত কান্নাকাটি করতে থাকে। বলে, তারা নাকি জঙ্গি নয়। পুলিশ অবশ্য সেকথায় কান দেয়নি। কারণ কোনও জঙ্গি কখনই নিজেকে জঙ্গি বলে দাবি করে না। তাই ছাড়া পায়নি তারা। কিন্তু তারপর পুলিশের কাছে যে তথ্য এল, তা শুনে পুলিশেরই চক্ষু চড়কগাছ।
ঘটনটি ঘটে বুধবার। পুলিশের কাছে খবর আসে, দু’জন সন্দেহভাজন মুম্বইয়ের রাস্তায় ঘোরাঘুরি করছে। তাদের পোশাক পুরোদস্তুর আত্মঘাতী জঙ্গিদের মতো। গায়ে তাদের বুলেটপ্রুফ জ্যাকেট। একটি দোকানে দাঁড়িয়ে সিগারেট কিনছিল তারা। ওদের সিগারেট কিনতে দেখে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে তাদের আটক করে।
পুলিশকে তাঁরা জানান, তাঁদের নাম বলরাম জিনওয়ালা (২৩) ও আরবাজ খান (২০)। জঙ্গি ও সন্ত্রাসের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। পুলিশ ভুল করে তাঁদের ধরেছে। তাঁরা তো অভিনেতা। একটি ছবির শুটিং করছেন তাঁরা। ভাসাই এলাকায় একটি ছবির শুটিং হচ্ছে। ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, হৃতিক রোশন ও বাণী কাপুর। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
শুটিংয়ের ফাঁকে একটু সময় পেয়ে সিগারেট কিনতে এসেছিলেন তাঁরা। শেষপর্যন্ত থানায় আসতে হয় প্রোডাকশন ইউনিটের লোকেদের। পুলিশকে সমস্ত কাগজপত্র দেখান তাঁরা। জানান, বলরাম ও আরবাজ সত্যিই অভিনেতা। ছবিতে এক্সট্রা হিসেবে কাজ করছেন তাঁরা। তবে এতকিছু সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী এলাকায় শান্তি নষ্ট করার জন্য মামলা দায়ের হয়েছে বলরাম ও আরবাজের বিরুদ্ধে।